ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

চীনে শিল্প পার্কে বিস্ফোরণে নিহত ১৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ১৩ জুলাই ২০১৮ | আপডেট: ১৪:৩১, ১৩ জুলাই ২০১৮

চীনের সিচুয়ান প্রদেশে একটি শিল্প পার্কে বিস্ফোরণে ১৯ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইয়িবিন হেংদা টেকনোলজি শিল্প পার্কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  তবে আহতদের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, প্রচুর ধোঁয়া উড়ছে। এছাড়া আগুনও দেখা যাচ্ছে।

বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এদিকে খাদ্য ও ফার্মাসিটিক্যালস পণ্যের কেমিক্যাল উৎপাদক প্রতিষ্ঠানটি বিস্ফোরণের ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

উল্লেখ্য, ২০১৫ সালে চীনের উত্তরাঞ্চল তিয়ানজিনে একটি বিস্ফোরণের ঘটনায় ১৭৩ জন নিহত হয়। গত বছর পশ্চিমাঞ্চলের শানডং প্রদেশে একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে বিস্ফোরণে আটজন নিহত হন। এসব ঘটনার পরে গত বছর থেকে দেশটি কয়লা খনি ও কেমিক্যাল প্ল্যান্টে নিরাপত্তা বৃদ্ধিতে কাজ করছে। তবে এর মধ্যেই এমন ঘটনা ঘটলো।

সূত্র: বিবিসি

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি