ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সালাউদ্দিনের মত আরও জঙ্গি জন্ম নেবে: মেহবুবার হুমকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ১৩ জুলাই ২০১৮ | আপডেট: ১৪:১৭, ১৩ জুলাই ২০১৮

ফের একবার বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জানালেন, পিডিপি-কে কেউ ভাঙার চেষ্টা করলে কাশ্মীরে সালাউদ্দিনের মতো আরও অনেক হিজবুল জঙ্গি জন্ম নেবে৷ ১৯৮৭-র নির্বাচনে সমস্যার সময় ইয়াসিন মালিক এবং হিজবুল মুজাহিদিনের সৈয়দ সালাউদ্দিনের জন্ম হয়েছিল৷ আর এবার পিডিপিকে ভেঙে ফেলার চেষ্টা করলে বা অধিকারে হস্তক্ষেপ করার চেষ্টা হলে আরও ভয়ঙ্কর কিছু হতে পারে বলে মত মেহবুবার৷

সম্প্রতি পিডিপির ছয় বিধায়কের গলায় বিক্ষোভের সুর শোনা যায়৷ তারা জানায়, পিডিপি ফ্যামিলি ডেমোক্রেটিক পার্টিতে পরিণত হয়েছে৷ এই বিধায়কদের মধ্যে রয়েছেন জাভেদ বেগ, ইয়াসির রেশি, আবদুল মজিদ, ইমরান আনসারি, আবিদ হুসেন আনসারি এবং মহম্মদ আব্বাস বানী৷

প্রসঙ্গত, গত মাসে পিডিপি-র থেকে সমর্থন উঠিয়ে নেয় বিজেপি৷ বিজেপির এই পদক্ষেপের পর মেহবুবা মুফতি মুখ্যমন্ত্রিত্বের পদ থেকে ইস্তফা দিয়ে দেন৷ যার পরে ভূ-স্বার্গে রাজ্যপালের শাসন শুরু হয়৷

কে এই সালাউদ্দিন?
সালাউদ্দিন ১৯৮৭ সালে বিধানসবা নির্বাচনে হেরে যায়৷ তার অভিযোগ ছিল এই যে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে৷ আর তারপরেই সে বন্দু তুলে নেয় হাতে৷ ১৯৯০সালের ৫ নভেম্বর সে তার নাম ইউসুফ শাহ থেকে সৈয়দ সালাউদ্দিন করে নেয়৷

তার বক্তব্য ছিল, সে শান্তিপূর্ণ ভাবে বিধানসভায় যেতে চেয়েছিল, কিন্তু তাকে তা করতে দেওয়া হয়নি৷ তাকে গ্রেফতার করে তার কন্ঠরোধের চেষ্টা করা হয়৷ কাশ্মীর ইস্যুতে হাতে অস্ত্র তুলে নেওয়া ছাড়া আর কোনও উপায় তার কাছে ছিল না বলে সে জানিয়েছিল৷ আর ইউসুফ শাহ থেকে সৈয়দ সালাউদ্দিন হওয়ার পরেই সে একের পর এক সন্ত্রাসের ঘটনা ঘটায় কাশ্মীরে৷

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি