ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪

দেশের মানুষ দেখুক, তাদের জন্য জেলে যাচ্ছি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ১৩ জুলাই ২০১৮

‘দেশের মানুষকে ভালোবাসি বলেই আজ জেনেবুঝে পাকিস্তানে পা রাখছি। বিমান থেকে নামার পরই আমাদেরকে নিয়ে যাওয়া হবে জেলে। এরপরও আমরা দেশে যাচ্ছি। জেলকে আমি ভয় পাই না৷ আমি স্বাধীন পাকিস্তানের নাগরিক৷ কয়েকজন সেনা কর্মকর্তা আমাদের ভাগ্য ঠিক করতে পারে না।’ লন্ডনের বিমানবন্দর থেকে দেশে ফেরার পথে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ মন্তব্য করেন। এর আগে লন্ডন থেকে বেরনোর আগে মরিয়ম নওয়াজ টুইট করেন৷

প্রসঙ্গত, দুর্নীতি মামলায় গত শুক্রবার নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। নওয়াজের সঙ্গে তার মেয়ে মরিয়মকেও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর শ্যালক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সফদারকে এক বছরের কারদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া নওয়াজকে ৮০ লাখ এবং মরিয়মকে ২০ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷

পাকিস্তানে পা রাখার পর বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকবেন নওয়াজ শরিফ ও মারিয়ম৷ লাহোরে নওয়াজ-মরিয়মের সমর্থনে থাকবে মুসলীম লীগ নেতা, কর্মীরা৷ এর আগেই, লন্ডন থেকে নওয়াজ বার্তা দিয়েছিলেন-‘জেলকে আমি ভয় পাই না৷ আমি স্বাধীন পাকিস্তানের নাগরিক৷ আমার ভাগ্য কয়েকজন সেনা আধিকারিক ঠিক করবে না৷’ আর এবার ফ্লাইটে রেকর্ড করা এক ভিডিও মেসেজে তিনি জানান, ‘দেশে কঠিন সময় চলছে৷ আমার পক্ষে যতটা সম্ভব ছিল আমি করেছি৷ আমার দশ বছরের শাস্তি হয়েছে এবং আমাকে সরাসরি জেলে নিয়ে যাওয়া হবে৷ কিন্তু আমি চাই পাক নাগরিকরা এটা জানুক যে, আমি এসব তাদের জন্যই করছি৷’

এমজে/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি