ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪

ন্যাটো ছাড়ছে না যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ১৩ জুলাই ২০১৮

বহুদিন ধরে ন্যাটোতে নিজের দেশের ব্যয় কমানোর কথা বলে, একসময় বলেছিলেন ন্যাটোই ছেড়ে দিবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে সে অবস্থান থেকে ফিরে এলেন তিনি। এবার ঘোষণা দিয়েছেন, অন্য দেশগুলো প্রতিরক্ষাখাতে ব্যয় বাড়ালেই, ন্যাটোর সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন ট্রাম্প।

সম্প্রতি দুই দিনের ব্রাসেলস সম্মেলনে মিত্র দেশগুলো প্রতিরক্ষা বাজেটে জিডিপি’র ২ শতাংশের বেশি ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান ট্রাম্প। যদিও বিষয়টি ন্যাটোর সদস্যরা স্বীকার করেনি। ট্রাম্প আগেই ন্যাটো সদস্যদেরকে সামরিক ব্যয় বাড়াতে বলেছিলেন এবং যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোর চেয়ে বেশি প্রতিরক্ষা খরচ দেয় বলে অভিযোগ করেছিলেন।

পরে অবশ্য মত পরিবর্তন করেন ট্রাম্প। তিনি বলেন,‘আজ আমরা বড় ধরনের অগ্রগতি অর্জন করেছি। যে স্পৃহা দেখেছি তা সত্যিই বিস্ময়কর। মিত্ররা ব্যয় বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।’ তবে ট্রাম্প বেশি ব্যয়ের জন্য মিত্রদেশগুলোর প্রতিশ্রুতির কথা বললেও কোনো দেশই এরকম প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি