ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪

প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই স্কটল্যান্ড সফরে গেলেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ১৪ জুলাই ২০১৮

প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই স্কটল্যান্ডে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটেনে দুদিনের সফর শেষে স্কটল্যান্ড সফরে যান পশ্চিমা বিশ্বের ক্ষমতাধর এ ব্যক্তি।

স্কটল্যান্ডের সফরকে ব্যক্তিগত সফর হিসেবে বর্ণনা করা হয়েছে। সেখানে তিনি পুরো সপ্তাহ নিজেকে সময় দেবেন বলে জানা গেছে। এজন্য তিনি টার্নবারি গলফ রিসোর্টে সময় কাটাবেন। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের মা একজন স্কটিশ নাগরিক।

এদিকে তার আগমন উপলক্ষ্যে গ্লাসগোর জর্জ স্কয়ারে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছিল। এদিকে বিক্ষোভ আয়োজনকারীরা বলেন, গ্লাসগোর ওই বিক্ষোভে অন্তত ৩ হাজার বিক্ষোভকারী অংশ নেবেন।

প্রেসিডেন্ট হওয়ার আগে ট্রাম্প বহুবার স্কটল্যান্ডে সফর করেছেন। তবে প্রেসিডেন্ট হওয়ার পর এবারই প্রথমবারের মতো তিনি স্কটল্যান্ডে সফর করছেন।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি