ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

হজ অব্যবস্থাপনায় সৌদির সমালোচনা খোমেনির  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০২, ১৬ জুলাই ২০১৮

হজ যাত্রায় অব্যবস্থাপনার জন্য সৌদি আরবের কড়া সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খোমেনি। একই সাথে ২০১৫ সালের এক ঘটনায় শতাধিক হাজি নিহতের বিষয়ে নতুন করে তদন্তের দাবি জানিয়েছেন এই শিয়া নেতা। 

আজ সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খোমেনীর এমন বক্তব্য প্রচারিত হয়। খোমেনীর এই বক্তব্য এমন এক সময়ে আসলো যখন সৌদি আরবে আগামী হজের প্রস্তুতি শুরু হয়েছে। এছাড়া ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেন যুদ্ধে একে অপরের বিরোধী পক্ষকে সমর্থন করছে এই দুই দেশ।

ইরানের হজ আয়োজকদের সাথে এক বৈঠকে খোমেনী আরও বলেন, “মক্কা ও মিনার পবিত্র ভূমি সব মুসলমানদের। এটা সৌদি আরবের শাসকদের একার সম্পত্তি না”। 

তিনি বলেন, “সম্পর্ক এবং রাজনীতি যে আলাদা কিছু না তা প্রকাশের অন্যতম একটি উপায় হলো হজ। প্রকৃত হজ একতাবাদের কথা বলে”। 

২০১৬ সৌদি আরবের সাথে বৈরি সম্পর্কের উত্তেজনায় হজ বয়কট করেছিল ইরান। এর আগেও ১৯৮৭ সালে তিন বছরের জন্য হজ বয়কট করেছিল দেশটি। সেবছর মক্কায় মার্কিন ও ইজরাইল বিরোধী এক র‍্যালিতে সৌদি নিরাপত্তা বাহিনীর হামলায় ২৭৫ জন সাধারণ ইরানি এবং ৪০২ জন হজযাত্রী নিহত হয়েছিলেন।

ধারণা করা হচ্ছে, চলতি বছর প্রায় ৮৫ হাজার ইরানী সৌদিতে হজ পালনে যাবেন। গত বছর প্রায় ৯০ হাজার ইরানী হজ করতে সৌদি গিয়েছিলেন।

সূত্রঃ রয়টার্স

//এস এইচ এস//এসি    

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি