ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ১৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

তেহরানের ওপর অবৈধভাবে নজিরবিহীন নিষেধাজ্ঞা পুনরায় আরোপের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশী আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে তেহরান। গত সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

জাভেদ জারিফ বলেন, ইরান আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু যুক্তরাষ্ট্র বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, যা তার স্বার্থ পরিপন্থী। যুক্তরাষ্ট্রসহ ছয়গোষ্ঠীর মধ্যে করা পরমাণু চুক্তি-জয়েন্ট কম্প্রেহেনসিভ অ্যাকশান প্লেন (জেসিপিওঅ্যা) থেকে ওয়াশিংটন সরে যাওয়ার পরই তেহরানের উপর নতুনকরে নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন।

এর আগে ছয়জাতিগোষষ্ঠীর সঙ্গে জেসিপিওঅ্যা চুক্তি করেছিল তেহরান। ওই চুক্তির আওতায় তেরহানের উপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিল হয়ে যায়। এরপরই দেশটি বিশ্বের বিভিন্ন দেশে তেল ও গ্যাস রপ্তানি শুরু করে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি