আবারও শীর্ষ ধনী বেজুস
প্রকাশিত : ১৭:০৯, ১৭ জুলাই ২০১৮
ই-কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজুসকে আবারও শীর্ষ ধনী হিসেবে চিহ্নিত করেছে ফোর্বস ম্যাগাজিন। তার সম্পদের পরিমাণ ১৫৯ বিলিয়ন ডলার। বেজুসের মোট অর্থ মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেইজের মোট অর্থের চেয়েও বেশি।
ফোর্বস তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। এরপরেই অবস্থান করছেন আরেক ধনকুবের ওয়ারেন বাফেট। যুক্তরাষ্ট্রের বার্কশায়ারের হাথাওয়ের মালিক তিনি।
বেজুস ব্যক্তিগতভাবে ওয়াশিংটন পোস্টের মালিক। এ ছাড়া অ্যামাজনের ১৬ শতাংশেরও বেশি শেয়ারের মালিক তিনি। ধারণা করা হচ্ছে, অ্যামাজন তার ব্যবসা যেভাবে সম্প্রসারিত করে চলছে, সেধারা অব্যাহত থাকলে কোম্পানির আর্থিক পরিমাণ হবে ১ ট্রিলিয়ন ডলার। বেজুসের তখন মোট অর্থের পরিমাণ হবে ১৭৫ বিলিয়ন ডলার।
সূত্র: সিএনএন
এমজে/
আরও পড়ুন