ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

নির্বাচনে রুশ হস্তক্ষেপ

নিজের বক্তব্য থেকে সরে আসলেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ১৮ জুলাই ২০১৮

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বারবার সরগরম হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবারই তিনি নির্বাচনে হস্তক্ষেপের বিষয়টি নাকচ করে দিয়েছেন। সর্বশেষ ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতেও পুতিনের সঙ্গে বৈঠকের পর আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে দাবি করেন, রাশিয়া ওই নির্বাচনে হস্তক্ষেপ করেনি। এই বক্তব্যের পরই হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ করেন কয়েকশ’মানুষ। এরপরই নিজের দেওয়া বক্তব্য থেকে সরে আসলেন।

গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শব্দ ব্যবহারের ভুলের কারণেই তার বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘সোমবার আমি ভুলবশত বলেছিলাম, মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের কোনো কারণ নেই। আসলে আমি বলতে চেয়েছিলাম, মার্কিন নির্বাচনে মস্কোর হস্তক্ষেপ না থাকার কোনো কারণ নেই।’

তবে তিনি দাবি করেন, রুশ হস্তক্ষেপের কারণে নির্বাচনের ফলে কোন প্রভাব পড়েনি। একইসঙ্গে ওই নির্বাচন নিয়ে গোয়েন্দা সংস্থার দেওয়া প্রতিবেদন মেনে নেওয়ারও ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি আমার পূর্ণ আস্থা এবং সমর্থন রয়েছে। নির্বাচন নিয়ে তারা যে প্রতিবেদন দিয়েছে, তার প্রতি আমার বিশ্বাস রয়েছে। এখানে ভুল-বোঝাবুঝির কোন কারণ নেই।’

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও নির্বাচনে হস্তক্ষেপের বিষয়টি নাকচ করে দেন। পুতিন বলেন, রাশিয়া কখনো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। এ ক্ষেত্রেও তার ব্যত্যয় হয়নি।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি