ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

টকশোতে মাওলানা-নারীর মধ্যে হাতাহাতি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২১, ১৯ জুলাই ২০১৮ | আপডেট: ০৯:৩১, ১৯ জুলাই ২০১৮

ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল জি হিন্দুস্তানের এক লাইভ টকশোতে এক মাওলানার সঙ্গে নারী আইনজীবীর হাতাহাতির ঘটনা ঘটেছে। তিন তালাকের বিরুদ্ধে সোচ্চার দেশটির নারী আইনজীবী ফারাহ ফায়াজের সঙ্গে ওই টকশোতে এজাজ আরশাদ কাজমি নামের এক মাওলানার এ হাতাহাতির ঘটনা ঘটে।

টকশোতে তিন তালাকের বিরোধিতা করে ওই নারী ও মাওলানার মধ্যে উচ্চ বাক্য বিনিময় হয়। বিতর্কের সময় আইনজীবী ফায়াজ বলেন, এখন যেভাবে মুসলিমরা তিন তালাকের চর্চা করছেন; সেটি কোরআন স্বীকৃত কোনো পদ্ধতি নয়। যথোপযুক্ত সম্মতি ছাড়া তিন তালাকের এই প্রক্রিয়ায় প্রত্যেক মুসলিম নারীর মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়। বিয়ে এবং তালাকের ব্যাপারে যথাযথ আইন না থাকার কারণে মুসলিম নারীরা বৈষম্যের স্বীকার হচ্ছেন।

মাওলানা এজাজ আরশাদ কাজমি ওই নারী আইনজীবীর মন্তব্যকে ইসলামবিরোধী বলে দাবি করেন। এরপরই দুইজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে ওই নারী আইনজীবী মাওলানার গালে চড় বসিয়ে দেন। এসময় তিনিও ওই নারীকে পাল্টা চড় মারতে থাকেন। পরে দুই নারী উপস্থাপকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। অন্য একজন মাওলানা এজাজকে সরিয়ে নেন।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি