ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নির্বাচনে হস্তক্ষেপের জন্য এবার পুতিনকে দুষছেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ১৯ জুলাই ২০১৮ | আপডেট: ১৪:২৭, ১৯ জুলাই ২০১৮

গলার স্বর আগেই পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার শুধু পরিবর্তন-ই নয়, রীতিমত চমক দেখিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের পেছনে এবার পুতিনকে দায়ী করেছেন ট্রাম্প।

এর আগে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠকের পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুই নেতাই বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কোনো হাত হাত নেই। পুতিন সরাসরি সে অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। ট্রাম্প সে অভিযোগ পাত্তা দেননি।

যুক্তরাষ্ট্রের আদালত ১২ রুশ কর্মকর্তাকে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে দোষী সাব্যস্ত করেন। এর সপ্তাহ না পেরোতেই ট্রাম্প এমন মন্তব্য করেন। এরপরই গোটা যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনার শিকার হন ট্রাম্প। কেবল বিরোধীদলগুলো-ই নয়, ট্রাম্পের সমালোচনা করেন খোদ রিপাবলিকান দলের প্রার্থীরাও।

এবার সিবিএস টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কোনো ঘটনার জন্য যেমন আমি দায়ী, তেমনি রাশিয়ার যে কোনো ঘটনার জন্যও পুতিন দায়ী। নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করলে এর দায়ভার অবশ্যই পুতিনকে নিতে হবে।

সূত্র: সিএনএন
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি