আদালতের নির্দেশ অমান্য
নওয়াজের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়নি জেল কর্তৃপক্ষ
প্রকাশিত : ১৬:১২, ১৯ জুলাই ২০১৮
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার কন্যা মরিয়ম নওয়াজের সঙ্গে তার আইনজীবী প্যানেলকে আবারও সাক্ষাৎ করতে দেয়নি আদিয়ালা জেল প্রশাসন । অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজ, তার কন্যা মরিয়ম ও মরিয়মের স্বামী মোহাম্মদ সফাদার আদিয়ালা জেলে কারাদণ্ড ভোগ করছেন।
নওয়াজ পরিবারের আইনি প্যানেল বেশ কয়েকদিন ধরেই তাদের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা চালিয়ে আসছেন। তবে আদিয়ালা কারা কর্তৃপক্ষ তাদের সাক্ষাৎ করতে দেয়নি। এর আগে নওয়াজ সমর্থকদেরও তাদের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়নি আদিয়ালা কর্তৃপক্ষ।
গত সোমবার প্রতিরক্ষা কাউন্সেল খাজা হ্যারিস আদালতকে জানান, জেল কর্তৃপক্ষ তাকে নওয়াজের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়নি। জেল পরিদর্শক হ্যারিসকে আদালতের সঙ্গে সাক্ষাতের সঙ্গে বিষয়ে অনুমতি দিয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় তাদের সাক্ষাৎকারের বিষয়ে আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও তা আমলে নেয়নি আদিয়ালা কর্তৃপক্ষ।
সূত্র: ডন
এমজে/
আরও পড়ুন