ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ইসরায়েলকে ইহুদি রাষ্ট্রের স্বীকৃতি: ইউর নিন্দা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ২০ জুলাই ২০১৮

ইসরায়েলকে ইহুদি রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে পাশ করা দেশটির সংসদের একটি আইনের তীব্র সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। এই আইনের ফলে ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে বিভেদ আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। এ ছাড়া এই আইন দুই রাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনাকেও জটিল করে তুলবে।

ইসরায়েলি বিরোধী দলের রাজনীতিক, উদারপন্থী ইহুদি গ্রুপ এবং আরব-ইসরায়েলি নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন ঊর্ধতন কর্মকর্তা।

ইউরোপীয় ইউনিয়নের বিদেশবিষয়ক প্রধান ফেডেরিকা মুঘেরিনি বলেন, আমরা উদ্বিগ্ন, আমরা ইসরায়েলের আইনের প্রতি উদ্বেগ প্রকাশ করছি, আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করেই যাব।

জানা যায়, গত বুধবার ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেশটির পার্লামেন্ট একটি আইন পাশ করে। পাশ হওয়া ওই আইনটির নাম ‘ইহুদি জাতি রাষ্ট্র’। নতুন আইনে আরবি ভাষাকে সরকারি ভাষা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন নতুন ইহুদি বসতি স্থাপনের কথাও বলা হয়েছে ওই আইনে।

ইহুদি জাতি রাষ্ট্রের খসড়ায় বলা হয়েছিল, অখণ্ড জেরুজালেম ইসরায়েলের অংশ ও রাজধানী। নতুন এ আইনের নিন্দা জানিয়েছেন দেশটির আরবি ভাষা সমৃদ্ধ সাংসদেরা। তবে এই আইনের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নতুন আইনে কট্টর ডানপন্থাকে সমর্থন করা হয়েছে। আইনে বলা হয়েছে, ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইহুদিদের মাতৃভূমি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আর ঐতিহাসিকভাবেই তারা এখানে নিজের অস্থিত্বের দাবি করতে পারে।

এ বিলের পক্ষে ভোট দিয়েছেন ৬২ জন সংসদ সদস্য। অন্যদিকে বিপক্ষে ভোট দিয়েছেন ৫৫ জন। ইসরায়েলে ৯০ লাখ লোকের বাস। তার মধ্যে ২০ শতাংশ মানুষ ইসরায়েলি-আরবের। এদিকে এ বিলের তুমুল সমালোচনা করেছেন আরব-ইসরায়েলের সংসদ সদস্য আহমেদ তিবি। তিনি অভিযোগ করেন, এই আইনের মধ্য দিয়ে দেশটির গণতন্ত্র একেবারে মুখ থুবড়ে পড়েছে।

সূত্র: গার্ডিয়ান

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি