ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিসোসৌরিতে নৌকা ডুবিতে ৮ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ২০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

মিসোসৌরিতে নৌকা ডুবিতে আট পর্যটকের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিসোসৌরির একটি হ্রদে ভ্রমণকালে এ দুর্ঘটনা ঘটে। ওই নৌকায় অন্তত ৩০ জন পর্যটক ছিলেন।

শেরিফ ডাপ রাডার নামের এক ঊর্ধতন কর্মকর্তা গার্ডিয়ানকে জানান, দেশটির টেবিল পর্বতের হ্রদে এই দুর্ঘটনা ঘটে। খারাপ আবহাওয়ার কারণেই নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া প্রতিবেদন অনুযায়ী জানা যায়, বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় প্রচণ্ড ঝড়ো বাতাস বইছিল।

এদিকে ভ্রমণকারীদের উদ্ধারে একটি ডুবুরি দল ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতীয় আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশটির ব্রানসন বিমানবন্দরের উপর দিয়ে ৬৩ মিটারেরও বেশি গতিতে বাতাস বয়ছিল। আর এ ঝড়ো বাতাসের কারণেই নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: গার্ডিয়ান
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি