‘তিন মোদি মিলে দেশ লুটছে’
প্রকাশিত : ০৯:৪১, ২১ জুলাই ২০১৮
চার দিন আগে পশ্চিমবঙ্গে এসে সিন্ডিকেট নিয়ে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বলেছিলেন,‘সিন্ডিকেট পান্ডাদের তুষ্ট না করলে বাংলায় কোনও কাজ হয় না৷ শুক্রবার সংসদে দাঁড়িয়ে পাল্টা জবাব দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়৷ মোদীকে ‘ভ্রমণরত সেলসম্যান’ বলে কটাক্ষ করে জানান, তিন মোদী মিলে দেশকে লুটছে৷’
শুক্রবার সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে শুরু হয় আলোচনা৷ তৃণমূল কংগ্রেসের তরফে বক্তব্য রাখেন সৌগত রায়৷ সেখানেই সিন্ডিকেট নিয়ে মোদীর বিরুদ্ধে সুর চড়ান৷ বলেন, ‘মোদী সিন্ডিকেট নিয়ে এবার আমি বলছি৷ ললিত মোদী, নীরব মোদী ও বড়ে মোদী মিলে দেশকে লুটছে৷’ ভাষণে ‘বড়ে মোদীর’ নাম খোলসা করে না বললেও সেখানে বুঝতে কারোর অসুবিধা হয়নি ‘বড়ে মোদী’ বলতে তিনি ঠিক কাকে বুঝিয়েছেন৷
প্রধানমন্ত্রীকে ‘হকার’ এর সঙ্গে তুলনা করে বিতর্কিত মন্তব্য করেন তৃণমূল সাংসদ৷ বলেন, ‘হকারদের মতো তিনি এক জায়গা থেকে আরও এক জায়গায় ঘুরে বেড়াচ্ছেন৷ কিন্তু কোনও কাজ করছেন না৷ শুধু ঘুরে বেড়াচ্ছেন ও বড় বড় ভাষণ দিচ্ছেন৷ কিছুদিন আগে পশ্চিমবঙ্গেও ঘুরতে যান৷ সেখানও ভাষণ দেন৷ কিন্তু কোনও স্কিমের কথা ঘোষণা করেননি৷ তাঁর অভ্যেসই হল ঘুরে বেড়ান৷’
নিজের ভাষণে বিজেপি সরকারের অর্থনীতির ও আইন শৃঙ্খলার অবনতির সমালোচনা করেন৷ জানান, এই চার বছরে জিডিপি অনেক কমে গিয়েছে৷ বেকারত্ব বেড়েছে৷ দুর্নীতিতে ভরে গিয়েছে৷ বিজেপি সরকারের আমলে একজনেরই লাভ হয়েছে৷ তিনি হলেন, ‘মোটা ভাই’৷
বিজেপি বলে তাদের লক্ষ্য কংগ্রেস মুক্ত ভারত গড়া৷ বাস্তবে চায় মুসলিম মুক্ত ভারত গড়তে৷ কিন্তু বিরোধীরা চায়, ভয় মুক্ত দেশ গড়তে৷ রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কবিতার প্রথম লাইন আউরে সৌগত জানান, তৃণমূল চায় এমন এক সমাজ গড়তে যেখানে ‘চিত্ত যেথা ভয় শূন্য,উচ্চ যেথা শির৷’
এমজে/
আরও পড়ুন