ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পারমাণবিক উত্তেজনা হ্রাসে কাজ করবে ওয়াশিংটন-পিয়ংইয়ং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ২২ জুলাই ২০১৮ | আপডেট: ১৭:২০, ২২ জুলাই ২০১৮

কোরিয় উপদ্বীপে ক্রমবৃদ্ধিমান পারমাণবিক উত্তেজনা হ্রাসে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া একসঙ্গে কাজ করতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক সিনিয়র সামরিক কমান্ডার।

আসপেন সিকিউরিটি ফোরাম লক্ষ্য করে এক টেলিকনফারেন্সে দেওয়া বক্তব্যে জেনারেল ভিনসেন্ট ব্রোকস বলেন, ২৩৫ দিন ধরে কোরীয় উপদ্বীপ শান্ত রয়েছে। এখানে কোনো ধরনের উস্কানি দেওয়া হচ্ছে না। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে না।

গত বছরের ২৮ নভেম্বর উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায়। দেশটি দাবি করে ওই পারমাণবিক ক্ষেপনাস্ত্রট যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। তখন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেন, তার দেশ ডোনাল্ড ট্রাম্পের দেশে আক্রমণ করতে প্রস্তুত। তখনই দুই দেশের মধ্যে ফের উত্তেজনা দেখা দেয়।

তবে দুই নেতা-ট্রাম্প ও কিম জং উনের মধ্যে বৈঠকের পর দৃশ্যপট পাল্টাতে থাকে। তখন থেকেই মূলত দেশটিতে আর কোনো ধরণের পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা না চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয় দেশটি।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি