ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সিংহের লেজ নিয়ে খেলো না: রুহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ২৩ জুলাই ২০১৮ | আপডেট: ০৮:৫৩, ২৩ জুলাই ২০১৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ‘সিংহের লেজ নিয়ে খেলো না। আমাদের সঙ্গে লাগতে এসো না। আমাদের সঙ্গে লাগলে, সেটা সব ধরণের যুদ্ধের সূচনা করবে।’

ইরানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবে, তাকেই তার কঠিন মূল্য দিতে হবে। গত রোববার যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে রুহানি বলেন, ‘কেউ আমাদের তেল রপ্তানি থেকে পিছিয়ে দিতে পারবে না। আমাদের তেল রপ্তানিতে বাধা দিলে, সেটা ভয়াবহ যুদ্ধের সূচনা করবে।’

তেহরানের একটি টেলিভিশনে দেওয়া বক্তব্যে রুহানি বলেন, ‘ইরানের সঙ্গে শান্তি বজায় রাখলে, সেটা বিশ্ব শান্তির জন্ম দিবে। অন্যদিকে ইরানের সঙ্গে কোনো যুদ্ধ বাঁধালে সেটি সব যুদ্ধের মা হবে। এখন ট্রাম্পকে সিদ্ধান্ত নিতে হবে, ওনি কি চান। শান্তি চান নাকি যুদ্ধ।’

গতমাসে রুহানি বলেন, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া ও তেহরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ থাকায় তারাও বসে থাকবে না। তেহরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত হলে তারাও আঞ্চলিক তেলের বাজার বন্ধ করে দেবে। আরব সাগরের উপর নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর তেল রপ্তানিও বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তিনি।

সূত্র: আলজাজিরা
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি