ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কানাডায় বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ১৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ২৩ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:৩৪, ২৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

কানাডার টরেন্টো শহরের দুটি রেস্টুরেন্টে বন্দুকধারীর গুলিতে অন্তত এক নারী নিহত হয়েছেন। এতে এক শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ ছাড়া পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছেন। টরেন্টো পুলিশের প্রধান মার্ক সুন্দারস রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেন। হতাহরে সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার রাত ১০টার দিকে ড্যানফোর্থের গ্রীকটাউনে কালো পোশাক পরিহিত এক ব্যক্তি বন্দুক হামলা চালায়। ওই এলাকাটিতে বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। মোবাইল ফোনে ধারণকৃত এক ভিডিওতে দেখা গেছে, কালো হুডি পরে ওই হামলাকারী রাস্তা পার হচ্ছেন। হঠাৎ একটি রেস্টুরেন্টের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি বন্দুক বের করে গুলি ছোঁড়েন।

ওই হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে বন্দুকধারীর মৃতদেহ ঘটনাস্থলেই পড়ে থাকতে দেখা গেছে। টরেন্টো প্যারামেডিক সার্ভিস কমপক্ষে ১০ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে বলে জানা গেছে।

দুটি রেস্টুরেন্টে গোলাগুলির ঘটনা ঘটলেও কেবল একটিতেই এই হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, এসময় ২০-২৫টি গুলির ঘটনা ঘটেছে। এরপরই মূলত পুলিশ এসে এলাকাটি কর্ডন করে। স্থানীয়দের ওই এলাকায় যাতায়াত করতে নিষেধ করা হয়েছে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি