ইরানের নেতাদের মাফিয়ার সঙ্গে তুলনা, অবাঞ্চিত ঘোষণা রুহানি-জাভেদকে
প্রকাশিত : ১৩:৪৭, ২৩ জুলাই ২০১৮
ইরানের সরকারের উপর বেজায় চটেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেই। ইরানের নেতাদের আন্তর্জাতিক মাফিয়ার সঙ্গে তুলনা করে পম্পেই বলেন, ইরানের যে সব মানুষ বর্তমান সরকারের উপর নাকোশ, যুকরাষ্ট্র তাদের সমর্থন দিয়ে যাবে।
ক্যালিফোর্নিয়ায় ইরানি-মার্কিন নাগরিকদের সামনে দেওয়া বক্তব্যে মাইক পম্পেই ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফেকে ইরান ও ছয়জাতিগোষ্ঠীর মধ্যে সমঝোতা আনয়েনে পরিচালিত কমিটি থেকে বহিষ্কারের ঘোষণা দেন। যদিও বিশ্বের অন্যদেশগুলো হাসান রুহানি ও জাভেদ জারিফকে সমর্থন দিয়ে আসছে।
২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর করা পরমাণু চুক্তি থেকে গত মে মাসে সরে আসার হুমকি দেন ট্রাম্প। এরপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শীতল হতে থাকে। এর আগে হাসান রুহানি তেহরানে দেওয়া এক বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সিংহের লেজ নিয়ে না খেলা। সিংহের লেজ নিয়ে খেললে, তার মূল্য দিতে হবে তাদের।
সূত্র: বিবিসি
এমজে/
আরও পড়ুন