ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

মঙ্গোলিয়ায় বন্যায় ১২ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫, ২৪ জুলাই ২০১৮

ইনার মঙ্গোলিয়ায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় এখনও পর্যন্ত তিন জন নিখোঁজ রয়েছে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানায়।

এদিকে ঝড় ও বৃষ্টির জন্যে রেড এর্লাট জারি করে আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি অব্যাহত থাকবে। মঙ্গোলিয়াতে চলতি মাসে প্রবল বৃষ্টিপাত হয়। এর ফলে দেশটিতে বন্যার সৃষ্টি হয়েছে।

এখন পর্যন্ত ৩ লাখ ৩৮ হাজার বাসিন্দা বন্যা কবলিত এবং ১ লাখ ৫৭ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৩০০’র বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। নয় হাজার ৩০৭ জন বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি