রোহিঙ্গাদের ফেরানোর দায়িত্ব মিয়ানমারের-ই
প্রকাশিত : ১৫:৫৩, ২৪ জুলাই ২০১৮
বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেয়ার দায়িত্ব মিয়ানমারের-ই, এমনটা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
স্থানীয় সময় সোমবার এক রুদ্ধদ্বার বৈঠকে, জাতিসংঘের শরনার্থী ও উন্নয়ন সংস্থার পাশাপাশি বাংলাদেশের সাথে যে চুক্তি হয়েছে, তার উন্নয়নে মিয়ানমারকে কাজ করার আহবান জানানো হয়। সেইসাথে আবারো রাখাইনের সহিংসতার বিষয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তে জোর দেয়া হয়।
এর আগে, রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার সেনাবাহিনী জাতিসংঘ শিশু অধিকার সনদ ভঙ্গ করেছে বলে জানিয়েছে বহুজাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন। সেনারা রোহিঙ্গা শিশুদের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার মতো কাজের সাথেও জড়িত বলে দাবি করে সংস্থাটি।
সূত্র: রয়টার্স
এমজে/
আরও পড়ুন