ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

প্রধানমন্ত্রী পদের দাবিদার রাহুল একা নন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ২৪ জুলাই ২০১৮ | আপডেট: ১০:২৩, ২৫ জুলাই ২০১৮

ভারতের রাষ্ট্রী জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী ইয়াদাভ বলেছেন, প্রধানমন্ত্রী পদের দাবিদার রাহুল গান্ধী একা নন। বরং বিরোধীদের মধ্যে থেকে বেশ কয়েকজন নেতাই নরেন্দ্র মোদিকে সরিয়ে প্রধানমন্ত্রীর পদ দখলের পায়তারা করছেন। তবে বিরোধীদের জোট যাকেই প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য মনোনয়ন দেবে তাকেই সমর্থন দেওয়ার কথা জানান তেজস্বী ইয়াদাভ।

তেজস্বী ইয়াদাভ বলেন, “প্রধানমন্ত্রী পদের মনোনয়নের জন্য সব বিরোধী দল একজোট হয়ে সিদ্ধান্ত নেবে। আর প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে রাহুল গান্ধী একক ব্যক্তি নন। সেখানে আরও বিরোধী দলের নেতারা আছেন। যেমন পশ্চিম বঙ্গের মমতা ব্যানার্জী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, এনসিপি প্রধান শারাদ পাওয়ার এবং বিএসপি নেতা মায়াবতী”।

তিনি আরও বলেন, “আমাদের মূল মনযোগ এই দিকে যে, বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী পদে একজনকে মনোনয়ন দেবেন যিনি আমাদের সংবিধান রক্ষা করবেন। রাহুল গান্ধী হয়তো সেই নেতা।  তাহলে সব বিজেপি বিরোধী দলগুলোকে একত্রিত করতে হবে তাঁকে”।

বিহার রাজ্যের প্রধান বিরোধী দলীয় নেতা তেজস্বী আরও বলেন যে, প্রধানমন্ত্রী পদই বড় বিষয় নয়। বরং এমন কিছু বিষয় আছে যা দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে একসাথে করতে পারাটা একটা বড় চ্যালেঞ্জ।

আরজেডি কংগ্রেসের দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু। এছাড়াও রাহুল গান্ধীর সমর্থক হিসেবেও পরিচিতি আছে তাঁর।

সূত্র: এনডিটিভি।

//এস এইচ এস// এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি