ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

বর্ণবাদী আচরণ মেনে নেওয়া হবে না: এরদোগান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ২৫ জুলাই ২০১৮

মেসুত ওজিলের সঙ্গে যে বর্ণবাদী আচরণ করা হয়েছে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তুর্কী প্রেসিডেন্ট রিপেস তাইয়্যিপ এরদোগান। একইসঙ্গে কোনো খেলোয়াড়ের সঙ্গে বর্ণবাদী আচরণ করা হলে তার জবাব দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন বিশ্বের অন্যতম প্রভাবশালী এ নেতা।

মেসুত ওজিলের দিনকাল আজ ভালো যাচ্ছে না। তুর্কী প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে লন্ডনে একটি বৈঠকের পরই তাকে নিয়ে সমালোচনা শুরু হয়। আর্সেনাল মিডফিল্ডার ওজিলকে তুর্কী বলে ক্ষেপিয়ে তোলা হয়। বিশেষ করে বিশ্বকাপে ব্যর্থতার পর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। আর সব দায় ঘিয়ে পড়ে ওজিলের উপর।

এরই জের ধরে জার্মানির জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ওজিল। এদিকে মেসুত ওজিল অবসর গ্রহণের পরই বেশ কয়েকজন জার্মান ফুটবলার তার পাশে দাঁড়িয়েছেন। এবার পাশে দাঁড়িয়েছে তুরস্কের ফুটবল ফেডারেশন। তার পরিবারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে, দেশটির ফুটবল ফেডারেশন বলছে, ওজিলের সঙ্গে যে আচরণ করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই।

এরদোগান বলেন, প্রত্যেক ফুটবলারের-ই সব ধরণের বর্ণবাদ, বৈষম্য ও ঘৃণা-দ্বেষমূলক বক্তব্য থেকে রক্ষা পাওয়ার অধিকার রয়েছে।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি