পাকিস্তানে নির্বাচনী জরিপ: যে কারণে এগিয়ে ইমরান খান
প্রকাশিত : ১২:২৯, ২৫ জুলাই ২০১৮
নির্বাচনের মাত্র একদিন আগে ৫টি প্রতিষ্ঠানের করা জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের গবেষণা প্রতিষ্ঠান গ্যালাপ পাকিস্তান। এসব জরিপে মুসলীম লীগ ও পিপিপির মতো দলকে পেছনে ফেলে সামনে চলে এসেছে তেহরিক-ইনসাফের মতো নতুন একটি দল। বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও সাবেক অক্সফোর্ড ছাত্র ইমরান খানের ছোঁয়ায় এবার দলটি পাকিস্তানের ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে দলটি।
জরিপে ইমরান খানের আকস্মিক উত্থানের পেছনে বেশ কয়েকটি দিক উঠে এসেছে। আজকে থাকছে সে আয়োজন-
১. সেনাবাহিনী: পাকিস্তানের নির্বাচনে মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর পূর্ণাঙ্গ সমর্থন থাকায় নির্বাচনী দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন ইমরান খান ও তার দল পিটিআই।
২. বিচারবিভাগ: ইমরান খানের তিলকে আরেকটি মুকুট হয়ে ধরা দিয়েছে দেশটির বিচার বিভাগ। সে ক্ষেত্রে অবশ্য ভূমিকা রেখেছে পাকিস্তান সেনাবাহিনী। বিচার বিভাগকে ব্যবহার করে নওয়াজ শরীফ, মরিয়ম নওয়াজকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই। এদিকে আসিফ আলী জারদারির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিচার বিভাগ। তবে এ দুই দলের প্রধান নেতারাসহ দলগুলোর বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
৩. আইএসআই: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইও খেলছে ইমরান খানের হয়ে। ইমরানকে জেতাতে প্রপাগান্ডাসহ তেহরিক-ই-ইনসাফ নেতাদের পক্ষ হয়ে বিদেশি লবিও নিয়োগ করেছে বলে অভিযোগ রয়েছে।
৪. মুসলীম লীগের জনপ্রিয়তা হ্রাস: হঠাৎ করেই মুসলীম লীগের জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। দলটির জনপ্রিয়তা মাত্র ৫ বছরের তুলনায় ৩-৬ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে এ সময়ের মধ্যে পিটিআইয়ের জনপ্রিয়তা ১৭ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে।
৫. সিদ্ধান্তহীনতায় ভোগা মানুষের সংখ্যা হৃাস: মাত্র এক মাসের মধ্যে পিটিআইয়ের ভোট বেড়েছে ৬ শতাংশ। সিদ্ধান্তহীনতায় ভোগা ভোটারের সংখ্যা নাটকীয়ভাবে ২১ শতাংশ থেকে কমে ১৩ শতাংশে পৌঁছেছে। আর এতে লাভবান হয়েছেন ইমরান খান।
৬. পাঞ্জাবের ভোট ব্যাংকে বিভক্তি: এতদিন পাঞ্জাবকে বলা হতো নওয়াজ শরীফের ভোট ব্যাংক। তবে এবার পাঞ্জাব প্রদেশের ভোটেও ভাগ বসিয়েছেন ইমরান খান। মধ্যপ্রদেশে শাহবাজ শরীফরা এগিয়ে থাকলেও দক্ষিণ ও পশ্চিম প্রদেশে এগিয়ে থাকবেন ইমরান খান।
সূত্র: ডন
এমজে/
আরও পড়ুন