ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গ্রীসে অগ্নিকাণ্ডে নিহত ৮০, নিখোঁজ অনেক  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৩, ২৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

গ্রীসের উপকূলবর্তী এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় এখন পর্যন্ত ৮০ জন নিহত হয়েছেন। এছাড়াও নিখোঁজ আছেন বহু সংখ্যক মানুষ। নিহতদের মধ্যে অনেকেরই পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

গত সোমবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় আত্তিকা এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মাতি নামের এক অবকাশযাপন কেন্দ্রেই অগ্নিকাণ্ডের বলয়ে আটকা পড়েন প্রায় শ’খানেক মানুষ।  

কেউ সমুদ্রে ঝাপ দিয়ে বাঁচার পথ খুঁজলেও অনেকে তাতেও মারা যান। অনেকেই আবার শ্বাসকষ্টের অভাবে সড়কেই অথবা নিজেদের গাড়িতে মৃত্যুবরণ করেন।    

এ ঘটনায় এখন পর্যন্ত ৮০টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে রয়টার্সকে নিশ্চিত করে গ্রীক ফায়ার ব্রিগেড। ফায়ার ব্রিগেডের এক মুখপাত্র বলেন, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অনেকে মৃতদের তালিকায় থাকতে পারেন। মৃতদেহগুলোর পরিচয় শনাক্ত করা গেলে বিস্তারিত জানানো যাবে বলে মন্তব্য করেন ঐ মুখপাত্র।

গ্রীসের হেলেনিক সোসাইট অব ফরেনসিক মেডিসিনের প্রধান গ্রিগরিজ লিওন জানান, “মৃতদের পরিচয় শনাক্ত করতে কাজ শুরু হয়েছে। কিন্তু মৃতদেহগুলোর বেশিরভাগই একে বারেই দগ্ধ”।

এদিকে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে এবং কোথাও কেউ আটকে আছেন কী না তা খতিয়ে দেখতে উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির দূর্যোগকালী উদ্ধার কর্তৃপক্ষ। তবে ঠিক কী কারণে সেখানকার বন থেকে এই দাবানলের সূত্রপাত হলো তা এখনও নিশ্চিত হতে পারে কর্তৃপক্ষ।

আক্রান্ত অঞ্চলের ম্যারাথন শহরের মেয়র ইলিয়াস সিনাকিস বলেন, “আপনি এর থেকে বের হতে পারবেন না। আমার বাসা দুই মিনিট ধরে আগুনে পুড়তেছিলো। আগুনের বেগে ছুটেও আপনি সময় পাবেন না”।

এ ঘটনায় দেশজুড়ে তিন দিনের শোক দিবস ঘোষণা করেছেন গ্রীসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিজ সিপরাস।

প্রসঙ্গত, গ্রীষ্মকালে গ্রীসের বনগুলোতে প্রায়ই দাবানলের মতো ঘটনা ঘটে।

সূত্রঃ রয়টার্স

//এস এইচ এস//এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি