ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

নৌকা ডুবি কেড়ে নিল ১৫০০ জনের প্রাণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩১, ২৮ জুলাই ২০১৮

চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসার সময় নৌকাডুবিতে অন্তত দেড় হাজার শরণার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। গত ৫ বছর ধরেই মৃতের সংখ্যা বেড়ে চলেছে বলেও জানায় সংস্থাটি।

নিহত হওয়া ১ হাজার ৫০৪ জনের মধ্যে ১ হাজার ১১১ জনই লিবিয়ার নাগরিক। লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে সংস্থাটি। এ ছাড়া স্পেন যাওয়ার সময় নৌকা ডুবিতে নিহত হন ৩০৪ জন, গ্রিসে পাড়ি দেওয়া সময় নিহত হন ৮৯ জন।

গত শুক্রবার এক বিবৃতিতে আইওএম জানায়, ৩০৪ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৩০৪টি দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনা এড়িয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপে গিয়ে পৌঁছেছেন ৫৫ হাজার জন, যা গত বছরের তুলনায় অর্ধেক কম। গত বছর ১ লাখ শরণার্থী ইউরোপে পাড়ি জমায়।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি