ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ইমরান ইলেক্টেড নন, সিলেক্টেড প্রধানমন্ত্রী: রেহাম খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৭, ২৮ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:৫৭, ২৮ জুলাই ২০১৮

পাকিস্তানের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইমরান খানের সাবেক স্ত্রী সাংবাদিক রেহাম খান। তিনি ইমরান খানেরও কড়া সমালোচনা করেছেন। বলেছেন, ইমরান জয়ের জন্য সততা বিকিয়ে দিয়েছেন। তিনি ইলেক্টেড নন, সিলেক্টেড প্রাইম মিনিস্টার হচ্ছেন।

ভারতীয় একটি টিভি চ্যানেলকে ইমরানের দ্বিতীয় স্ত্রী রেহাম খান বলেন, ফল দেখে তাঁর পিলে চমকে গেছে। সারা জাতি এই ফলে স্তম্ভিত। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই নির্বাচনকে নিকৃষ্টতম আখ্যা দিয়েছে।

বিবিসির সাবেক এই সাংবাদিক বলেন, লোকজন এর মধ্যে ইমরানকে ইলেক্টেড নয়, ‘সিলেক্টেড প্রাইম মিনিস্টার’নামে ডাকতে শুরু করে দিয়েছেন।

রেহাম খান বলেন, ক্ষমতার পথ সহজ নয়। পরবর্তী কয়েক দিনের মধ্যেই পরিষ্কার হবে, দেশের সর্বোচ্চ পদে বসতে ইমরানকে কতভাবে আপস করতে হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই তো প্রধানমন্ত্রিত্বের মুকুট উঠতে যাচ্ছে তাঁর মাথায়। এই মুকুট এতই চড়া দামে কিনতে হয়েছে যে সততা বিকোতে দ্বিধা করেননি ইমরান। সাবেক এ ক্রিকেটারকে সমঝোতা করেই চলতে হবে বলে সতর্ক করেন তিনি।

ভোটের পরদিন সকালে রেহাম খান ইমরানের সততা নিয়ে প্রশ্ন তুলে টুইটও করেন। তিনি লেখেন, ‘একটি ট্যাংকে চড়িয়ে ইমরানকে প্রধানমন্ত্রী ভবনে পাঠিয়ে দিলে কী এমন সমস্যা হতো? ২০ কোটি মানুষকে শুধু শুধু বোকা বানানো! এটা গোটা দুনিয়ার জন্য লজ্জার!’

পাকিস্তানের জাতীয় পরিষদের মোট ৩৪২ আসনের মধ্যে ২৭২ আসনে সরাসরি নির্বাচন হয়। নানা জটিলতার কারণে গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে দুটি আসনের ভোট হয়নি। নির্বাচন কমিশন (ইসিপি) ২৬৮টির অস্থায়ী ফলাফল ঘোষণা করেছে। এই ফলাফলে দেখা যাচ্ছে, পিটিআই ১১৭ আসনে জয়লাভ করে এগিয়ে রয়েছে।

এদিকে রেহাম খান সমালোচনা করলেও তারকা সাবেক প্লেবয় ইমরানকে অভিনন্দন জানাতে ভুল করেন নি দুই স্ত্রী জেমিমা খান ও বুশরা মানেকা।

সূত্র : এনডিটিভি।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি