ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ২৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

উত্তর ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সর যেতে কাজ করছে। আগুন নেভাতে গিয়ে নিহত হয়েছেন দমকল বাহিনীর দুই সদস্য।

এদিকে দাবানল ছড়িয়ে পড়ার পর তীব্র ঝড় শুরু হয়েছে। এতে দাবানলটি আগুন টর্নেডোতে পরিণত হয়েছে। শত শত গাছপালা, ঘরবাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে ৫০০ ভবন আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া হাজার হাজার ঘরবাড়ি ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানা গেছে।

দমকল বাহিনী প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত সোমবার ওই আগুনের সূত্রপাত হয়। এতে ৪৮ হাজার একর জমি আগুনের কবলে পড়ে, যা সান ফ্রান্সিসকো শহর থেকেও বড়।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি