ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মহেশ কুমারের জয়ে পাকিস্তানে নতুন ইতিহাস 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৩, ২৮ জুলাই ২০১৮

পাকিস্তানের নির্বাচনে জয় পেয়েছেন হিন্দু নেতা মহেশ কুমার মালানি। এ জয়ের মাধ্যমে তিনি পাকিস্তানে ইতিহাস পড়লেন। পাকিস্তান পিপলস পার্টির হয়ে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করেছেন তিনি। অর্থাৎ এবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রতিনিধিত্ব করবেন এই হিন্দু নেতা। পাকিস্তানের ইতিহাসে এটাই প্রথম।  

জানা যায়, পাকিস্তান পিপলস পার্টি থেকে সিন্ধু প্রদেশের মালানি থারপারাকার-২ (ন্যাশনাল অ্যাসেম্বলির ২২২ ) আসনে ভোটে দাঁড়িয়েছিলেন ৫৫ বছর বয়সী মহেশ। তার প্রতিপক্ষ ছিলেন ১৪ জন। নির্বাচনে মহেশ পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৬৩০ ভোট যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরব জাকাউল্লা পেয়েছেন ৮৭ হাজার ২৫১ ভোট।

এর আগে সংরক্ষিত আসনে ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।

এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি