ইমরান ঘায়েলে প্রথম বাউন্সার ট্রাম্পের
প্রকাশিত : ১৬:০৫, ১ আগস্ট ২০১৮
এখনো শপথ গ্রহণ করেননি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। এরইমধ্যে এল বড় এক ধাক্কা। ২২ গজের মাঠে অনেক বাউন্সার সামলেছেন। এবার রাজনীতির মাঠেও যে বাউন্সার এল। আর তা এল খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে।
বিদেশি মুদ্রা লেনদেনে বিপুল ঘাটতি, বিদেশি মুদ্রার সঙ্কট, কাজের অভাব— সব মিলিয়ে ধুঁকতে থাকা অর্থনীতির সমস্যায় পাকিস্তান জর্জরিত। এমনই হাজারো সমস্যা ঘাড়ে নিয়ে ১১ আগস্ট প্রধানমন্ত্রীর পদে শপথ নিতে পারেন ইমরান। সূত্রের খবর, এই সঙ্কট থেকে দেশকে বের করতে অর্থ মন্ত্রকের কর্তারা ১,২০০ কোটি ডলারের ত্রাণ প্রকল্প চেয়ে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (আইএমএফ) দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করেছেন। এই অবস্থায় আইএমএফকে আগাম সতর্কবার্তা দিয়ে রাখল আমেরিকা। পরিষ্কার জানাল, ত্রাণ প্রকল্পের টাকা যেন চীনের ঋণ শোধে ব্যয় না হয়।
আমেরিকার বিদেশ সচিব মাইক পম্পেও জানিয়েছেন, পাকিস্তানের ভাবী সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখতে তাঁরা আগ্রহী। কিন্তু তাঁর হুঁশিয়ারি, ‘‘ত্রাণ প্রকল্পের টাকা চীন ও তাদের বন্ড ক্রেতাদের পকেটে যাওয়ার কোনও যুক্তি নেই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমেরিকার এই হুঁশিয়ারি ইমরানের হবু প্রশাসনের কাছে বাড়তি চাপ বলে মনে করছেন অর্থনীতির বিশ্লেষকেরা। কারণ, আর্থিক দৈন্যের মোকাবিলার নামে বার বার আইএমএফ ও বেজিংয়ের কাছেই হাত পাততে হয় পাকিস্তানকে। আইএমএফের তথ্য বলছে, ১৯৮০ সাল থেকে অন্তত ১৪ বার তাদের কাছ থেকে ধার নিয়েছে ইসলামাবাদ। শেষ বার ২০১৩ সাল থেকে তিন দফায় ৬,৭০০ কোটি ডলার ঋণ পেয়েছে তারা।
এমজে/
আরও পড়ুন