রোবোটিক শহর নির্মাণ করছে সৌদি আরব
প্রকাশিত : ১২:১৭, ২ আগস্ট ২০১৮
সৌদি আরবে প্রায় পাঁচ হাজার কোটি মার্কিন ডলার ব্যয়ে তৈরি করা হচ্ছে রোবোটিক শহর। দেশটির উত্তর-পশ্চিমের শহর নিওমকে এভাবেই গড়ে তোলা হচ্ছে বলে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এই শহরে মানুষের চেয়ে রোবটের সংখ্যাই হবে বেশি।
সৌদি সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বাদশাহ শহরটিতে সম্প্রতি বৈঠকের পর কিছু সময় বিশ্রাম ও বিনোদন করেছেন। সরকারি এই প্রকল্পে বাদশাহর পূর্ণ সমর্থন রয়েছে। শহরটিতে সৌদির শীর্ষ অর্থনৈতিক কাউন্সিলের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।
যুবরাজ সালমানের দফতরের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, এটা হবে একটি স্বপ্নের শহর।
গত বছরের অক্টোবরে এক সাক্ষাৎকারে সৌদি যুবরাজ জানিয়েছেন, আজকের সৌদি আরবে যে জীবনযাত্রা নেই তার আধুনিক সংস্করণ হবে ওই নগরীটিতে। এটা হবে সভ্যতার জন্য একটি মাইলফলক। নিওম শহরটিতে ইন্টারনেট প্রযুক্তির সঙ্গে কৃত্তিম বুদ্ধিমত্তাসহ প্রতিটি জিনিসের সংযোগ থাকবে। লোহিত সাগরের ওপর দিয়ে নির্মান করা হবে সেতু, যা মিসরের সঙ্গে শহরটির সংযোগ স্থাপন করবে।
সূত্র: এনডিটিভি
একে//
আরও পড়ুন