ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেসিরাই ছিল সেই জঙ্গি হামলার মূল টার্গেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

গত বছর স্পেনের বার্সেলোনায় চালানো জঙ্গি হামলার মূল টার্গেট ছিল বার্সেলোনার ফুটবল দল। কাতালোনিয়ার সংবাদ মাধ্যম এল পেরিওডিকো বিষয়টি নিশ্চিত করেছেন। ওই হামলায় ১৩ জনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিল আরও ১০০ জন।

২০১৭ সালের ১৭ আগস্টে চালানো হামলায় ক্ষেপে উঠিছিল বার্সেলোনা নগরী। দিনের আলোয় লাস রাম্বলাসের রাস্তায় পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়েছিল এক জঙ্গি। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন ১৩ জন।

স্প্যানিশ পত্রিকা এল পেরিওদিকো দাবি করেছে, লাস রাম্বলাস ও ক্যামব্লিলসে হামলার পর ২০ আগস্ট আরও বেশ কিছু জায়গায় হামলার পরিকল্পনা করেছিল জঙ্গি সংঘটনটি। গোয়েন্দারা দাবি করেছে, হামলার তদন্তের সময় নিয়ে বেশ কিছু তথ্য বেরিয়ে এসেছে। যাতে পরিষ্কার ইঙ্গিত ছিল ক্যাম্প ন্যু ছিল তাদের পরবর্তী লক্ষ্য।

সেই হামলায় জড়িত মোহাম্মদ হিশামির মোবাইলে বার্সেলোনার বিখ্যাত স্টেডিয়ামের ছবি পাওয়া গিয়েছিল। তদন্তের সঙ্গে জড়িত এক সূত্র জানিয়েছে, প্যারিসে সেন্ট ডেনিস স্টেডিয়ামে ফ্রান্সের খেলার সময় যেভাবে হামলা হয়েছিল, ঠিক একই কায়দায় হামলা করতে চেয়েছিল জঙ্গিরা।

সূত্র: ইএসপিএন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি