ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জিম্বাবুয়ের নির্বাচন:

ফল প্রত্যাখ্যান, আদালতে যাচ্ছেন চ্যামিশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৪, ৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বিহীন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ। দলটির প্রধান নেলসন চ্যামিশা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, আদালতেই এর ফায়সালা হবে। নিজের জয় দাবি করে তিনি বলেন, নির্বাচনের ফল কেড়ে নিয়েছে জানু পিএফ পার্টি।

চ্যামিশা বলেন, আমরা নির্বাচনে জয়ী হয়েছি, তাই সরকার গঠন করতে আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু আমাদের ফল কেড়ে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফল প্রকাশ করেন। নির্বাচনে ৫০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে নানগাওয়া বিজয়ী হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে কেবল নির্বাচন নিয়েই নয়, রবার্ট মুগাবের বন্দি দশা নিয়েও মুখ খুলেছেন তিনি। মুগাবেকে গণমানুষ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি । এসময় তিনি বলেন, আমরা এই ভুয়া ফল প্রত্যাখ্যান করছি। শিগগিরই এই ফল নিয়ে আদালতে যাচ্ছি আমরা। আশা করছি, আদালতে আমরা ন্যায় বিচার পাবো।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি