ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ভারতে কয়লা খনি বিস্ফোরণে নিহত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ৪ আগস্ট ২০১৮

ভারতের অন্ধ্রপ্রদেশের একটি পাথর খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আহত ব্যক্তিদের আলুরু সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রদেশের কুরনুল জেলার পুলিশ সুপার জানিয়েছেন, ওই খনির ভেতর আগুন লাগলে তা নিকটবর্তী এলাকায় ছড়িয়ে পড়ে এবং এতে তিনটি ট্রাক্টর, একটি লরি ও দুটি চালা ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, জেলাটিন স্টিক ব্যবহার করে খনিতে বিস্ফোরণ ঘটানোর সময় সেটির ভেতর কমপক্ষে ২০ জন শ্রমিক ছিলেন। হঠাৎ এই বিস্ফোরণে শ্রমিকরা খনির ভেতর আটকা পড়ে যায় এবং এই হতাহতের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, আর কেউ বেঁচে আছে কিনা তা চিহ্নিত করতে উদ্ধার অভিযান চলছে।

এদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এ ঘটনায় শোক প্রকাশ করে সান্ত্বনা জানিয়েছেন। তিনি জেলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং আহতদের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

সূত্র: এনডিটিভি
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি