ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সুইজারল্যান্ডে দুটি বিমান বিধ্বস্ত, নিহত ২৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ৫ আগস্ট ২০১৮

এক ঘণ্টার ব্যবধানে সুইজারল্যান্ডে দুটি বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার সুইস আল্পস ও নিডভালডেন প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, প্রথম বিমানটি সুইজারল্যান্ডের নিডভালডেন প্রদেশে বিধ্বস্ত হয়। এতে একটি পরিবারের চারজন মারা যায়। যার মধ্যে দুই শিশু রয়েছে।
সুইস পুলিশের বরাত দিয়ে দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, একটি বনভূমিতে প্লেনটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে উদ্ধারকারীরা যাওয়ার আগেই আগুন ধরে যায় এতে।
এই দুর্ঘটনার এক ঘণ্টার মধ্যে আরেকটি বিমান সুইস আল্পসে বিধ্বস্ত হয়। স্থানীয় সূত্রের খবর, এই  বিমানে যাত্রী সংখ্যা ছিল ১৭ জন। সঙ্গে দুজন পাইলট।
স্থানীয় এয়ারলাইন জে ইউ-এআইআর কর্তৃপক্ষ বলেছে, তাদের জু-২৫ বিমান বিধ্বস্ত হয়। এতে দুটি পাইলটসহ ১৭ জন যাত্রী ছিল। তবে আশঙ্কা করা হচ্ছে তারা সবাই মারা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বিমানটির সব যাত্রী নিহত হয়েছেন।

সূত্র : রয়টার্স ও দ্য ইন্ডিপেনডেন্ট
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি