ট্রাম্পের কটাক্ষের পর মেলানিয়ার প্রশংসা!
প্রকাশিত : ১৭:১৩, ৫ আগস্ট ২০১৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বাস্কেট বলের তারকা খেলোয়াড় লেব্রন জেমসকে কটাক্ষ করে টুইট করেছিলেন।
ট্রাম্পের টুইটের কয়েক ঘণ্টা পরই লেব্রন জেমসের প্রশংসা করে বিবৃতি দিয়েছেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার মুখপাত্র।
সম্প্রতি ট্রাম্প এক সাক্ষাৎকারে লেব্রন জেমনের বিরুদ্ধে বিভেদ তৈরি এবং বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন।টুইটারে লেব্রন জেমসের বুদ্ধিমত্তা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প।
ট্রাম্প লিখেন, সাক্ষাৎকারে লেব্রন জেমসের মতো একজন খেলোয়াড়কে স্মার্ট হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। কিন্তু এটা সহজ নয়।
স্বামীর এই কটাক্ষের কয়েক ঘন্টার মধ্যেই মেলানিয়ার মুখপাত্র জানান, `লেব্রন জেমস বিদ্যালয়ে শিশুদের কল্যাণের জন্য কাজ করছেন।`
সূত্র: দি নিউইয়র্ক টাইম
এমএইচ/ এআর
আরও পড়ুন