ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মিশরে সেনা অভিযানে নিহত ৫২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

মিশরের সিনাই উপদ্বীপে সেনা বাহিনীর হামলায় অন্তত ৫২ যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। দীর্ঘদিন ধরেই সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী।

গত রোববার দেশটির নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে এই কথা জানান। গত কয়েকদিনের অভিযানে তাদের মৃত্যু হয় বলে জানিয়ে সেনারা বলেন, গোলাগুলিতে ৫২ জন জঙ্গির মৃত্যু হয়েছে। উত্তর সিনাই ও দ্বীপটির কেন্দ্রীয় অঞ্চলে এ অভিযান চালায় দেশটির সেনাবাহিনী।

২০১৩ সালের পর থেকে দেশটিতে জঙ্গি হামলা বেড়েছে বলে জানিয়েছে দেশটির সেনারা। তাদের দাবি মুরসিকে উৎখাতের পর দেশটি জঙ্গি হামলার সংখ্যাও বেড়েছে।


সূত্র:আলজাজিরা
এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি