ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কানাডায় বন্দুক হামলায় নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১১, ১০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

কানাডার নিউ ব্রুনস্কউইকের ফ্রেডেরিকটন শহরে বন্দুক হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ডজনখানেক। এদিকে ব্রুকসাইড ড্রাইভের বাসিন্দাদের ‘নিরাপত্তার জন্য তাদের বাড়িতে লক লাগিয়ে ঘরে থাকার’ পরামর্শ দিয়েছে পুলিশ।

স্থানীয় একটি টেলিভিশনের সাংবাদিক বলেছেন, গ্রীনিচ মান সময় ১১টার কিছুক্ষণ পর তিনি চারটি গুলির শব্দ শুনতে পেয়েছেন। এদিকে ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। ওই এলাকা ঘিরে রাখা পুলিশদের অবস্থান শনাক্ত করে, তা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কোথাও প্রকাশ না করার পরামর্শও দিয়েছে পুলিশ।

এদিকে রাতের বেলায় এ ধরণের হামলার পরই পুলিশের পাল্টা গুলির শব্দে ঘুম ভাঙ্গা ক্রিস্টোফার গিল জানিয়েছে, আমি গুলির শব্দ শুনে ঘুম থেকে উঠেছি। একজন পুলিশ সদস্যকে ভবনের পাশে বসে থাকতে দেখেছি’।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি