ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি কলম্বিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ১০ আগস্ট ২০১৮

ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। দেশটির নতুন প্রেসিডেন্ট ইভান দুকো দায়িত্ব নেওয়ার কয়েকদিন আগে এই ঘোষণা আসলো।বুধবার প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি থেকে এ কথা জানা যায়।

৩ আগস্টের ওই চিঠিতে বলা হয়, ‘আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, কলম্বিয়া সরকারের পক্ষে প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

উল্লেখ্য জাতিসংঘের ৭০ শতাংশের বেশি সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন দেশে হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি