ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

লোম্বোকে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ১১ আগস্ট ২০১৮

ইন্দোনেশিয়ার পর্যটন নগরী লোম্বোকে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৭ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ১৩ হাজার জন। এদিকে ভূমিকম্পের ঘটনায় ৩ লাখ ৮৭ হাজার লোককে উন্মুক্ত জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। হাজার হাজার ভবন বিধ্বস্ত হওয়ায় তাদের খোলা আকাশের নিচে ঠাঁই দেওয়া হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

গত রোববার দেশটির জনপ্রিয় পর্যটন নগরী লোম্বোকে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ১১৩ বার কম্পনের ঘটনা ঘটে বলে জানায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এদিকে উদ্ধার কার্যক্রম এখনও চলছে বলে জানিয়েছে ওই অধিদপ্তরের কর্মকর্তারা। একইসঙ্গে তারা জানায় ভূমিকম্পের ঘটনায় হতাহতের ঘটনা আরও বাড়তে পারে।

লোম্বোকের উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ওই এলাকায় ৩৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এলাকা ছাড়তে বাধ্য হয়েছে অন্তত ২ লাখ মানুষ। এদিকে ভূমিকম্পের ঘটনায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা আরও ১৪ দিনের জন্য বাড়ানো হয়েছে।

এদিকে ভূমিকম্পের ঘটনায় মানবিক সংকট দেখা দিয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় এখনোও পর্যন্ত কোনো ধরণের খাবার পানি, খাদ্য, জরুরি ওষুধ ও সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। তবে খুব শিগগিরই ওই এলাকায় পৌঁছানো সম্ভব হবে বলে জানা গেছে।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি