ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জিম্বাবুয়েতে কারচুপির নির্বাচন

আদালতেই সুরাহা চান বিরোধী জোটের প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ১১ আগস্ট ২০১৮ | আপডেট: ১৮:৫৯, ১১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

নগরের ফলাফলে এগিয়ে ছিলেন বিরোধী দলের প্রধান চ্যামিশা। কয়েকটি নগরীর ফলাফল ঘোষণার পরই নিজের বিজয়ও ঘোষণা করেছিলেন তিনি। তবে নির্বাচনের ফলাফল যতই ঘোষণা হতে থাকে, ততই পিছিয়ে যান চ্যামিশা। আর ধীরে ধীরে বিজয়ের দ্বারপ্রান্তে চলে যান বর্তমান প্রধানমন্ত্রী রবার্ট নানগাওয়া।

এদিকে ফলাফর ঘোষণায়ও নাটকীয়তা দেখা দিয়েছিল। নির্বাচনের একদিন পর্যন্ত ফল ঘোষণা স্থগিত রাখে নির্বাচন কমিশন। আর ওই সময়ের মধ্যেই নির্বাচনে মেকানিজম হয়েছে বলে অভিযোগ করেন চ্যামিশা। সেনা সমর্থনের নানগাওয়াকে জেতাতেই নির্বাচন কমিশন ফল ঘোষণা স্থগিত করেছিল বলে জানান তিনি। একইসঙ্গে উদ্ভূত পরিস্থিতি সামলাতে সেনাবাহিনীর সঙ্গে শলাপরামর্শ করেছে নির্বাচন কমিশন।

এসব অভিযোগে বিরোধী জোট এমডিসি জিম্বাবুয়ের সাংবিধানিক আদালতে মামলাটি দায়ের করেন। তাদের অভিযোগ নানগাওয়াকে জেতাতে কারচুপি করেছে নির্বাচন কমিশন। জানুপিএফ পার্টির নেতা রবার্ট নানগাওয়া যাতে ক্ষমতায় বসতে না পারে সেজন্যই আই আবেদন বলে জানা গেছে। এদিকে বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর ফলে, নানগাওয়ার দায়িত্বগ্রহণ অনেকটাই আদালতের আদেশের উপর ঝুলে গেছে বলে মনে করেন বিশ্লেষকরা।

এর আগে গত ১লা আগস্ট ভোট ডাকাতির নানা অভিযোগসহ জিম্বাবুয়েতে অনুষ্ঠিত নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। নির্বাচনের ফলাফলে দেখা যায়, জানু পিএফ পার্টি সংখ্যাগরিষ্ঠতা পায়। অন্যদিকে ডেমোক্রেটিক চেঞ্জ ফল মুভমেন্টও দারুণ পারফরমেন্স করে, তবে তাদের বিরোধী দল হিসেবেই সন্তুষ্ঠ থাকতে হয়।

নির্বাচনী আসনের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকে। সে হিসেবে নানগাওয়া-ই দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা। এদিকে ফল ঘোষণার আগে বিরোধীদলের প্রধান ও প্রেসিডেন্ট প্রার্থী নিজের বিজয় ঘোষণা করেন। এর আগে ফল ঘোষণায় দেরি করার জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক হাত নেন চ্যামিশা।

নির্বাচনে অনিয়ম ও ভোট ডাকাতি হয়েছে বলেও অভিযোগ আনেন চ্যামিশা। শুধু তাই নয়, নগরের আসনগুলোর ফল ঘোষণার পরই রাস্তায় নেমে পড়ে লাল টি শার্ট পড়া বিরোধীরা। এসময় তাদের হঠাতে জলকামান ব্যবহার করে পুলিশ। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে লাগাতার আন্দোলনে জায় বিরোধী দলীয় জোট। পুলিশও শক্তি প্রয়োগ করে। এতে পুশিশসহ বেশ কয়েকজন নিহত হন। এ ঘটনার রেশ ধরে জাতিসংঘসহ পশ্চিমাবিশ্ব সহিংসতা পরিহারের দাবি জানায়। পরবর্তীতে বিরোধী দলীয় জোট রাজপথ ছেড়ে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয়।

সূত্র: বিবিসি, আল-জাজিরা
এমজে/

 

 

 

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি