ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাম্পের অডিও ট্যাপ প্রকাশ নিয় তোলপাড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ১৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক এক উপদেষ্টা ট্রাম্পের একটি অডিও টেপ প্রকাশ করেছে। গত বছর হোয়াইট হাউজ থেকে বহিষ্কারের পরই এ অডিও টেপটি প্রকাশ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের বেসরকারি টিভি চ্যানেল এনবিসিতে এই ট্যাপটি প্রচার করেন তিনি। নতুন ট্যাপ প্রকাশ করা ট্রাম্পের ওই উপদেষ্টার নাম মানিগাল্ট নিউম্যান। ট্যাপের একটি অডিও বার্তায় এক পুরুষ কণ্ঠে শুনা যায়, ‘কেউ আমাকে এ বিষয়ে কিছুই বলেনি।‘ হঠাৎ এ ধরণের ট্যাপ প্রকাশ করাকে ট্রাম্পের প্রতি ওই নারীর রুষ্টতা হিসেবে দেখছে হোয়াইট হাউজ।

গত সোমবার ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, চাকরি হারানোর কারণেই তার সাব্কে উপদেষ্টা তাকে আক্রমণ করছেন। এদিকে জন কেলিকে পরিস্থিতিতি সামাল দিতে নির্দেশ দিয়েছেন বলেও যোগ করেন তিনি। এদিকে ট্রাম্পের আইনজীবী রুডি গিলানি বলেন, হোয়াইট হাউজে ব্যক্তিগত কথোপকথন প্রকাশরে মধ্য দিয়ে নিউম্যান আইন ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

একটি টিভি শোর মধ্য দিয়ে ট্রাম্পের সঙ্গে তার পরিচয় হয়। শুধু তাই নয়, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে আফ্রিকান-আমেরিকান ভোটারদের বিষয়েও তিনি নানা পরামর্শ দিয়ে ট্রাম্পকে সহায়তা করেছেন।

সূত্র: বিবিসি
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি