ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

কেরালায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২০০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৬, ১৮ আগস্ট ২০১৮ | আপডেট: ১৯:৪৮, ১৮ আগস্ট ২০১৮

ভারতের কেরালায় গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২০০ জনে দাঁড়িয়েছে। গত ১০ দিনে কেরালার দুই হাজারেরও বেশি গ্রামের অবস্থা গুরুতর পর্যায়ে পৌঁছেছে। ৩ লাখেরও বেশি পানিবন্দী মানুষ নিরাপদ জায়গায় যাওয়ার জন্য অপেক্ষা করছে বলে জানিয়েছে আলজাজিরা।

এদিকে বন্যায় মাঠি ভাঙ্গনের ফলে হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে পড়েছে। দক্ষিণাঞ্চলের শহর কেরালায় এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে সেখানকার পরিস্থিতি আরও জঘন্য রূপ ধারণ করেছে। কেরালার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে ২ হাজার ৬০০ গ্রাম। হাজার হাজার ঘরবাড়িসহ ১০ হাজার কিলোমিটার
রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই ভিজয় এক টুইটার বার্তায় বলেন, গত ১০০ বছরের মধ্যে কেরালা রাজ্য এমন ভয়াবহ দুর্যোগের মধ্যে পড়েছে। তিনি জানান ইতোমধ্যে ৩২৪ জনের প্রাণহানি ঘটেছে। গত রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ইতোমধ্যে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী মোতায়েন
করেছে। তবে স্থানীয় সরকার অতিরিক্ত সাহায্যের জন্য আবেদন জানিয়ে আসছেন।

এদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাহাড়ি বৃষ্টি ও তীব্র বাতাসে অঙ্গরাজ্যের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে আটকাপড়াদের উদ্ধারে হেলিকপ্টার প্রয়োজন হলেও পর্যা্প্ত পরিমাণ হেলিকপ্টার পাচ্ছে না উদ্ধারকারীরা। আটকাপড়া লোকজনও বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন। আটকাপড়ারা বাড়ির ছাদ, গাছের্ উপর আশ্রয় নিয়েছেন। দ্রুত তাদের সেখান থেকে সরিয়ে না নিলে বড় ধরণের ক্ষতির আশঙ্কা রয়েছে তাদের।

সূত্র:
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি