ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সন্ত্রাসবিরোধী অভিযানে আল-কায়দার শীর্ষ নেতা ইব্রাহিম নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ১৯ আগস্ট ২০১৮

সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত হয়েছেন আল-কায়দার অন্যতম প্রধান নেতা ইব্রাহিম আল-আসিরি৷ বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত এই জঙ্গি নেতাকে ২০১৭-র শেষের দিকে খুন করা হয়েছে৷ ইয়েমেন আত্মগোপন করে থাকার সময় যৌথ সেনা অভিযানে তাকে হত্যা করা হয়৷ সাম্প্রতিক রিপোর্টে এমনই তথ্য প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ৷

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আইএসের বাড়বাড়ন্তের ফলে কমে যায় আল-কায়দার প্রতিপত্তি৷ আর্থিকভাবে কমজোরি হয়ে পড়ার পাশাপাশি বলিষ্ঠ নেতৃত্বেরও অভাব দেখা দিতে থাকে জঙ্গি সংগঠনে৷ ধীরে ধীরে ইব্রাহিম আল-আসিরির সঙ্গে দূরত্ব তৈরি হয় আল-কায়দার৷ পাক-আফগান সীমান্তের পরিবর্তে ইয়েমেনে আত্মগোপন করে থাকতে শুরু করে এই জঙ্গি নেতা৷ অনেকদিন আগেই এই জঙ্গিকে কালো তালিকাভুক্ত করেছে রাষ্ট্রসংঘ৷ তার খোঁজে ইয়েমেন অভিযান চালায় যৌথ সেনা৷ সেই অভিযানেই নিকেশ করা হয় ইব্রাহিম আল-আসিরিকে৷ কিন্তু এতদিন পর্যন্ত আসিরির নিকেশের বিষয়ে নিশ্চিত হতে পারেনি রাষ্ট্রসংঘ৷ অবশেষে নিশ্চিত হতে রিপোর্ট পেশ করেছে এই আন্তর্জাতিক সংগঠনটি৷ তবে কেমনভাবে আসিরির গোপন ঠিকানার খোঁজ পৌঁছাল সেনার কাছে সেই বিষয়ে স্পষ্ট কোনও তথ্য রিপোর্টে প্রকাশ করা হয়নি৷

প্রসঙ্গত, ২০০৯-এর ২৫ ডিসেম্বর আমেরিকার ডেট্রয়েট বিমানবন্দরে হামলা চালায় আল-কায়দা জঙ্গিরা৷ বিস্ফোরণে বিমানবন্দর উড়িয়ে দেওয়া পরিকল্পনা করা হয়৷ কিন্তু মার্কিন গোয়েন্দাদের তৎপরতায় ভেস্তে যায় জঙ্গিদের সেই ছক৷ সামান্য কিছু ক্ষতি হলেও কোনও হতাহত ঘটেনি৷ জানা যায়, ওই হামলার পিছনে মূলচক্রী ছিল বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত তথা আল-কায়দা নেতা ইব্রাহিম আল-আসিরি৷ এরপরই তাকে কালো তালিকাভুক্ত করে আমেরিকা ও রাষ্ট্রসংঘ৷

সূত্র: সংবাদ প্রতিদিন

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি