ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ইমরান পাকিস্তানের লালুপ্রসাদ: পিপিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ২০ আগস্ট ২০১৮

প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রথম ভাষণের কড়া সমালোচনা করেছে বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি) বিরোধীরা। তারা নয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় পার্লামেন্টে ধরনায়ও বসে পড়েন। সেই সঙ্গে ইমরান খানকে ভারতের বিতর্কিত রাজনীতিবিদ লালুপ্রসাদ যাদবের সঙ্গে তুলনা করেন।

রোববার তাঁর প্রথম ভাষণে দেশের মাথায় থাকা বিপুল পরিমাণ ঋণ, সরকারি খরচের বহর, দুর্নীতি বিরুদ্ধে সোচ্চার ছিলেন ইমরান খান। ইমরান তাঁর ভাষণে বলেন, দেশের মানুষের মাথার ওপরে ২৮ ট্রিলিয়ন ডলার ঋণের বোঝা রয়েছে। সেই ঋণের টাকার সুদ মেটাতে ফের ঋণ করতে হচ্ছে। কিন্তু ওই বিপুল ঋণের টাকা নিয়ে দেশের কী উন্নয়ন হয়েছে তা খতিয়ে দেখতে হবে। দেশের টাকা ‌যারা বিদেশের ব্যাংকে জমা রেখেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও ইমরান জানান।

দেশের স্বাস্থ্য পরিষেবা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নয়া প্রধানমন্ত্রী। পরিসংখ্যান উল্লেখ করে ইমরান বলেন, অপরিশুদ্ধ জলের জন্য শিশু মৃত্যুর হার বেশি এমন ৫টি দেশের মধ্যে পাকিস্তানের স্থান ওপরের দিকে। প্রবসকালীন সময়ে মায়েদের মৃত্যুর হারও খুবই বেশি পাকিস্তানে। এটি রুখতে না পারলে দেশ রক্ষা হবে না।

এছাড়া বিভিন্ন ক্ষেত্রে খরচ কমানোর চেষ্টাও হবে বলে জানিয়ে দেন ইমরান খান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্য ‌যে বিশাল বাংলো রয়েছে সেখানে তিনি থাকবেন না। তার পরিবর্তে তিনি থাকবেন মিলিটারি সেক্রেটারির আবাসনে। শুধু তাই নয় ভিআইপিদের জন্য বুলেটপ্রুফ গাড়িও বিক্রি করে দেওয়া হবে।

এদিকে, ইমরানের ভাষণের কড়া সমালোচনা করেছেন পাকিস্তান পিপিলস পার্টির নেতা সৈয়দ খুরশেদ শাহ। তিনি বলেন, ‘নয়া প্রধানমন্ত্রীর বক্তব্য প্রধানমন্ত্রীসুলভ নয়। তাঁর বক্তব্য ভারতের নেতা লালুপ্রসাদ ‌যাদবের মতো।

রবিবার পাকিস্তানের সংসদে বক্তব্য রাখার সময়ে প্রবল হইহট্টগোল করেন বিরোধীরা। তারা ধরনাতেও বসে পড়েন। বিরোধীদের আচরণে মেজাজ হারান ইমরান খান।

এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন খুরশেদ শাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এরকম দায়িত্বজ্ঞাহীন আচরণ কাম্য নয়। এই ‌যদি নয়া পাকিস্তান হয় তাহলে দেশকে রক্ষা করুন ওপর ওয়ালা।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত পাক সাধারণ নির্বাচনে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টি পেয়েছে ১১৬ আসন। শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক ক্রিকেট কিংবদন্তী ইমরান। প্রধানমন্ত্রী হিসেবে তিনি রোববার প্রথম প্রথম ভাষণ দেন।

সূত্র : জি নিউজ।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি