ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ১৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৭, ২০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গিদের বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ২টার দিকে ওই হামলা চালানো হয়। খবর আলজাজিরার।

দেশটির বোর্নো প্রদেশের গুজমালা অঞ্চলের মাইলারি গ্রামে এ হামলা চালায় বোকো হারাম সদস্যরা। হামলা থেকে বেঁচে যাওয়া আবাচা ওমর নামে এক নাইজেরীয় নাগরিক জানান, জঙ্গিরা বোকো হারাম নাকি আইএসের সদস্য তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ১৯ জনকে নিহত হতে দেখেছেন তিনি।

ওমর অভিযোগ করে বলেন, হামলার তিন দিন আগেই গ্রামটিতে জঙ্গিদের দেখা গিয়েছিলো। বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে এক ত্রাণকর্মীর দাবি, এই হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি