রাশিয়ার চেচনিয়ায় আইএসের হামলা, ২ সেনা নিহত
প্রকাশিত : ২২:৪৪, ২০ আগস্ট ২০১৮
রাশিয়ার চেচনিয়ায় হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। হামলায় অন্তত দুই রুশ সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।
আমাক জানিয়েছে, ইসলামিক স্টেটের জঙ্গিরা চেচনিয়ার পুলিশ হেডকোয়ার্টার লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে। আলজাজিরা জানিয়েছে, চেচনিয়ার পুলিশ হেডকোয়ার্টার লক্ষ্য করে অন্তত তিনটি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই সেনা নিহত হয়েছেন।
এদিকে হামলার পরপরই তদন্তে নেমেছে রুশ গোয়েন্দা সংস্থা। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ওই হামলার ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
উল্লেখ্য, সিরিয়ায় আইএস জঙ্গিদের লক্ষ্য করে রাশিয়া বিমান হামলা শুরু করলে, সংগঠনটি দেশটিতে একের পর এক অঞ্চলে কর্তৃত্ব হারাতে থাকে। এমনকি শেষ পর্যন্ত সিরিয়ার প্রায় সব অঞ্চলই চলে যায় আসাদ বাহিনীর হাতে। এরই জের ধরে এই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
এমজে/
আরও পড়ুন