রাশিয়ার চেচনিয়ায় হামলার দায় স্বীকার আইএস-এর
প্রকাশিত : ১১:৫১, ২১ আগস্ট ২০১৮
রাশিয়ার চেচনিয়াতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওপর সিরিজ হামলার ঘটনায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভেন্যান্ট আইএসআইএস। এরমধ্যে একটি ঘটনায় ৫ হামলাকারী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন। নিহতদের সবাই শিশু।
গতকাল সোমবার রাশিয়ার সায়ত্তশাসিত প্রদেশ চেচনিয়ায় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সিরিজ হামলা চালায় দুর্বৃত্তরা। তবে এতে এখন পর্যন্ত কোন পুলিশ সদস্যের হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন আইএস। আইএস এর বার্তা উইং আমাক এর বরাত দিয়ে সাইট ইন্টেলিজেন্স জানায়, “ইসলামিক স্টেটের যোদ্ধারা চেচেনের পুলিশ সদস্য এবং মেসকার-ইয়ার্টের গ্রোজনি এবং শালিতে নিরাপত্তাবাহিনীর ওপর হামলা চালায়”।
এদিকে চেচনিয়ার ঘটনায়, হামলায় অংশ নেয় শিশু আততায়ীরা। প্রদেশের তথ্যমন্ত্রী জাম্বুলাট উমারভ বার্তা সংস্থা তাস’কে জানান, হামলাকারীদের বয়স ১১ থেকে ১৬ এর মধ্যে।
মস্কো থেকে আল জাজিরার প্রতিবেদক ররি চ্যালান্ডস পরিস্থিতিকে ‘ভয়াব’ হিসেবে বর্ণনা করেন। এই সিরিজ হামলার ঘটনায় এক বিশেষ তদন্ত দল গঠন করেছে রাশিয়া। তদন্ত দলের পক্ষ থেকে হামলাকারীদের ‘নিবৃত করা হয়েছে’ বলে দাবি করা হয়।
আসন্ন ঈদ উল আজহাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরোভ। তিনি বলেন, “মুসলিমদের উৎসব ঈদ উল আজহাকে কলংকিত করতেই এই হামলা করা হয়েছে। এরজন্য যুবকদেরকে ভুল বুঝিয়ে ব্যবহার করা হচ্ছে”।
সূত্রঃ আল জাজিরা
আরও পড়ুন