ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দলীয় প্রধান হয়ে একত্রে কাজের আহ্বান অস্ট্রেলিয় প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ২১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

দলীয় প্রধানের পদে জয় পাওয়ার পর দলের সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। আগামী নির্বাচনকে লক্ষ্য করে দলের কার্যক্রম সাজাতেও আহ্বান করেন ম্যালকম।

আজ মঙ্গলবার দলীয় প্রধানের পদে জয় লাভ করেন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বরাষ্ট্র মন্ত্রী পিটার ডাটনকে ৪৮-৩১ ভোটে হারিয়ে দলীয় প্রধানের পদে পুনঃনির্বাচিত হন ম্যালকম।

নির্বাচনে জয় লাভের পর দলের জ্যেষ্ঠ নেতাদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, হয় আপনারা একত্রিত হন আর নয়তো আগামী নির্বাচনে হারের ঝুঁকি নিন।

ম্যালকম আরও বলেন, “একসাথে আমরা শক্ত দল হিসেবে থাকবো। আর আমাদের সরকার যেসব কাজ করেছে সেগুলো সমুন্নত থাকবে”।

এদিকে ম্যালকমের কাছে হারের পর মন্ত্রীসভা থেকে ইস্তফা দিয়েছেন পিটার ডাটন। ট্রেজারার মরিসনকে অন্তবর্তী সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী ম্যালকম।

সূত্রঃ রয়টার্স

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি