ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

কাবুলে রাষ্ট্রপতি ভবনে তালেবানের মর্টার হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ২২ আগস্ট ২০১৮

আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গণির কাবুল বাসভবনে মর্টার হামলা করেছে তালেবান। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের খুব কাছের একটি জায়গা থেকে এই মর্টার হামলা চালানো হয়। আক্রমণকারীদের সবাই নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত হয়েছে বলে জানানো হয়।

তালেবান এমন এক সময়ে ভবনে হামলা চালায় যখন ঈদ উল আযহা উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে রাষ্ট্রীয় ভবন থেকে ভাষণ দিচ্ছিলেন প্রেসিডেন্ট। আশরাফ গণির ভাষণ সরাসরি সম্প্রচার হওয়ার সময়েই প্রেসিডেন্ট ভবন থেকে অন্তত ১০টি বিস্ফোরনের শব্দ শোনা যায়।

কাবুল পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, তিন হামলাকারী প্রথমে কাবুল ঈদগাহ মসজিদের পেছনের একটি ভবনে প্রথমে ভারী মেশিনগান এবং মর্টার নিয়ে হামলা করে। সেখান থেকে প্রেসিডেন্ট ভবনে হামলা চালায় আততায়ীরা।

হামলার কিছু সময় পরে হামলাকারীদের সন্দেহজনক অবস্থান লক্ষ্য করে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে পাঁচ তালেবান সদস্য নিহত হয়। আর নিরাপত্তা বাহিনীর দুই সদস্যসহ নিহত হয় চারজন।

এর আগে গত রবিবার ঈদ উপলক্ষ্যে তিন মাসের যুদ্ধবিরতির প্রস্তাব করেন প্রেসিডেন্ট আফরাফ গণি। তবে এরপরের দিন সোমবার তা প্রত্যাখান করে তালেবান। এরপরেই দেশের উত্তর অংশে কুন্দুজে দেড় শতাধিক যাত্রীবাহী এক বাস জিম্মি করে তালেগান জঙ্গিরা। এদের মধ্যে ১৪৯ জনকে গতকাল মুক্ত করে দেওয়া হয়।

তালেবানের কাছে এখনও প্রায় ২০ জন সেনা ও পুলিশ সদস্য জিম্ম আছে।

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি